তুমি আমি দুইজনে
সেদিন হেঁটেছিলাম উন্মুক্ত প্রান্তরে,
করেছি শিকার,
হয়েছে আহার
আমাদের একসাথে |
উদ্দাম ম্যমথ, বাইসনের পিছু ছুটেছি;
কোন আদর্শের পিছু নেয়ার অবকাশ হয়নি |
তারপর অনেকটাই এগিয়ে এলাম আমরা,
বন্ধ হলো পশুর পিছু নেয়া,
শুরু হলো মানুষের পিছু নেয়া,
জন্ম নিলো আদর্শবাদ,
ছুটতে শুরু করলাম আগের মতোকরে,
যেমন ছুটতাম বন্যপশুর পিছে |
তবে সেদিনের মতো একসাথে নয়,
তুমি ডানে আর আমি বামে |
আর নই সহযোগি, এখন শুধুই প্রতিযোগি,
তোমার বিপর্যয়ে, আনন্দে মাতি;
সবার উপরে আদর্শ আমার,
আমার আদর্শবিরোধি তুমি!
তুই মর, তাতে আমার কী ?