অামি নাহয় ব্যর্থ হলাম,
সব সফলের ভিড়ে,
অামি নাহয় নইতো কেহ
বিজয়ীদের দলে।
স্তব্ধ বিশাল অাকাশ জুড়ে
জ্বলবে যারা তারা হয়ে
অামি নাহয় রইব তখন
রাতের অাঁধার হয়ে;
অামার পরাজয়ের গ্লানি
অানবে তাদের মুখের হাসি,
অাঁধারহীনে তারারা কি
হাসতে কভু পারে?
অামি নাহয় রাজাই হব,
ব্যর্থ চরাচরে।