আমি এক গহীন অরণ্যের পাখি,
স্বল্প সময়ের জন্য হয়েছি বন্দী খাঁচায়।    
আমি অদৃশ্য, আমি লোকচক্ষুর অন্তরালে
থাকি অন্তঃপুরে।
আমি সদা জাগ্রত,
আমাকে স্পর্শ করেনা নিদ্রা।
আমি যুগ-যুগান্তর একই রকম আছি
আমার কোনো পরিবর্তন নেই ;
আমি অজর, অমর, অক্ষয়।
আমি মুক্ত দুনিয়ার যত ব্যাধি হতে,
আমার না আছে জলতেষ্টা না আছে
আমিষ-নিরামিষ ভক্ষণ অভিরুচি ;
আমার খোরাক শুধু প্রিয়তমের স্মরণ।