এলো বর্ষা , এলো বর্ষা, এলো বর্ষা,
    বুকে লয়ে পুঞ্জিত রভসা
                           এলো  বর্ষা।


     ভরা বাদলের বরিষনে,
     এলো বর্ষা ভুবনে
                       ভূতল ভেদিয়া,
নগর-পল্লীতে বহে জলরাণি পাখা বিস্তারিয়া।


গুড়ুগুড়ু ডাকে মেঘরাশি, ফুটিল কুসুম  কদম,
নবীন বারতা লয়ে আসে বসুন্ধরে হেমন্ত মৌসুম।
বর্ষার জলে মাতে হৈ-হুল্লোড়ে বালক- বালিকা,
আজি নব সাজ সেজে ধরা দিতে এলি তুই ক্ষণিকা।
ওই জলে পাতিছে পদ্ম-পাতা বিদ্যাদেবী সরস্বতী,
ও-বুকের জল পান করি করিনু আরতি।


                    বর্ষার গান,


গাহিয়া গাহিয়া সিন্ধুতে চালায় জেলে মৎস্য-অভিযান।
ওগো মায়ের দেশের জল, অভিনব বেশে তুমি,
করিলে সবুজ লতায় পাতায় তরতাজা ফুল- ফসল শুষ্ক ভূমি।


                 বউয়েরা কথা কয়,


নিঝঝুম নিরালায়, উদাসী বাতাস বয়।
কুসুমবাগে ফুটে জুঁই-শিউলি আর ফুটে কেতকী,
নাচে তাতা থৈ থৈ আসমানে মহানন্দে চাতক-চাতকী!