বড়ো বড়ো গোঁফ তার যেন বাঁকা তরোয়াল,
ভয়ে সব কাঁচুমাচু–ওই ভোঁদৌড়ে রামপাল।
ঠগা বাবু ঠকঠক হেঁটে হেঁটে কাঁপছেন,
তারি পাশে গোঁফঅলা বড়োচোখে চাচ্ছেন।
ওই বেটা সর তো  ঠগা বাবু আসছে,
ছোকরার দলগুলো নম নম কাশছে।


জিলেপি, বিরানি, আছে চা-সমুচা,
জয় জয় ঠগা বাবু, ওই তোরা কচ্ছা।
চাটুকার চট করে চটিদুটো চাটছে,
তা দেখে নুরু মিয়া  মিটমিট হাসছে।


ঘাটলাটা বেঁধে দিয়ে করে দেব বাজিমাত
ঠগার এই কথা শুনে, চেলা কয় কেয়াবাত।
দাও সবে হাততালি এ যেন সাক্ষাৎ অবতার,
মনে মনে ঠগা কয়, আহা কী সমাচার–
নুরু বলে ফিসফিস,  শালা দেখি চাটুকার ।