সদা চিন্তায় থাকি,
কখন পলায় পাখি,
ছেঁড়ে খাঁচাটি
উড়াল দেয় গো বুঝি শূন্যে।


চিত্তে লাগে ভয়,
কী জানি কী হয়,
ধীরে লৌহ ক্ষয়
হতেছে খাঁচাটির অযত্নে।


বাঁধন ছিঁড়ে পাখি,
কখন জানি ফাঁকি
দেয় প্রাণ চড়ু'টি,
উড়ে কোথা কোন অরণ্যে?


নির্ঘুম কাটে রাত,
নিদ নাই আখিঁপাত,
যদি না হয় প্রভাত,
সদা ভয় মোর হৃদারণ্যে।


পূন্য জমা নাই,
জীবন খাতায়,
যদি পাখি পলায়
তারি আগে তিমিরাণ্যে!