তুমি স্থির হও, চিরস্থির!  
বন্দীদশা হতে মুক্তি দাও
অরূপ পাখিকে ; যেমন দয়ালু ঋষি
মুক্তি দেয় জালে আটকে পড়া বিহঙ্গ।
ভৌতিক অন্ধকার শশ্মানে অথবা
গোরস্থানে তোমার এতো ভয় কিসের?  
যদি তুমি হও মরা লাশ ; না, তার ভয়
নেই ভয়ংকর মৃত্যুদূত সম্মুখে।
চিত্তে পুঞ্জীভূত সমস্ত ধূলি উড়ে যাবে
চিরতরে লু-হাওয়ায়। সিঁদ কাটার পাবে না
সাহস তব অভ্যন্তরে ছয়টি ডাকাত।


যদি তুমি হও গতিশীল
তবে দিতে হবে আক্কেল সেলামী!