যদি শাওন বেলায় কভু মনে পড়ে
তুমি চলে এসো মাতাল হাওয়ায়
রিমঝিম বৃষ্টি  ভোরে।


ঝরবে সখি হেথা বাদল ধারা,
বইবে সুখে ওগো হিমেল হাওয়া ,
বকুল ছড়ায়ে রবে থরে বিথরে।


কদমতলে ময়ূরী নাচিবে,
তারি সনে তুমি ওগো মাতিবে,
গাহিবে নাচিবে মাতাল ঝড়ে।


খোঁপায় গুজে দেব গোলাপ ফুল,
করব না করব না তো ভুল।
দেখিব তোমারে পরাণ ভরে।


তোমার ঘন কালো ভেজা চুলে,
আঁখি দুটি রবে চেয়ে বেভুলে ,
দেখিব চেয়ে শুধু অপলক তোমারে।