কেন দূরে দূরে থাকো
একবার কাছে আসো
এই মিনতি রাখো না।


কেন  এত ব্যথা দাও
একবার বলে যাও
এই মন কি তুমি বুঝো না?  


তোমারি আশায় বসে আছি আজো
আসবে তুমি বলে,
চলে গেছ বহুদূর বহুদূর বহুদূর
না বলেই গেছ চলে!


এখনও সেই পথে
নিরবে- নিভৃতে
তোমারই প্রহরগুণি  
তুমি কি তা জানো না৷


কী দোষে আমাকে শূন্য রেখে
চলে গেছ অনেক দূরে,
আমি খুঁজে ফিরি তাই বেদনার সব সুর
খুঁজি পাই সেই গানের সুরে


বিরহের সেই গান
করি আমি সুরা পান
তোমারই বিরহে
তুমি কি তা বুঝো না?