কতদিন ধরে দেখিনা তোমায় আমার প্রেয়সী,
কতদিন ধরে দেখিনা তোমার মায়াভরা হাসি,
কতদিন ধরে শুনিনা তোমার সুমধুর কন্ঠের গান,
কতদিন ধরে শুনাওনি তুমি বাংলাদেশের তান,
কতদিন ধরে পড়ে না  পথে তোমার চরণধূলি,
কতদিন ধরে আছ অজানায় আমার কৃষ্ণকলি।


তুৃমি নেই বলে আজ কাঁদিছে গোপন শশীহারা রাতে কবি,
তুমি নেই বলে আজ শূন্যতায় বিবর্ণ এই পৃথিবী।
কতদিন ধরে শুনিনা আমি গল্প তোমার মুখে,
কতদিন ধরে কাটাব আর বলো এমন দুখে?
কতদিন ধরে তুমি আর আমি করিনা চাঁদনি রাতের সেই গল্প,
কতদিন ধরে বিরহ- জ্বালায় ভুগছি, দেখা দাও প্রিয় হে অল্প।


কতদিন ধরে শুনিনা আমি' এই শুন' তোমার মিষ্টি ডাকখানি,
কতদিন ধরে রবে আর দূরে আমায় ছেড়ে আসমানি।
কতদিন ধরে ধূসর কুয়াশায় হাতে রেখে হাত হয়নাতো পথ চলা,
কতদিন ধরে দুজন দুজনার হয়নি'ক' আর জীবনের গল্প বলা।
আর কি হবে দেখা যতদিন যাবে তোমার সাথে?
নাকি মিছে মায়ায় কাটাব নির্ঘুম রাত তোমার অপেক্ষাতে।