যতই নবীর দরুদ পড়ি
               ততই মধুর লাগে,
হৃদয় আমার ছুটিয়া চলে মদিনায়
                      ও-নামের অনুরাগে।
অশান্ত মন শান্ত হয় গাহিলে
                    তাঁহার গান,
নূতন করিয়া জাগিয়া ওঠে
                     মৃতপ্রায় প্রাণ।
প্রিয়নবীর আগমনে এ ধরায়
                      ফুল ফুটে শাখে-শাখে,
গভীর রজনী বসিয়া কবি
                    প্রেমের কবিতা লিখে।
নিখিল নামের চাইতে শ্রেষ্ঠ
                        'মোহাম্মদ' নাম,
শ্রদ্ধা-সহিত পড়িয়া লহ মুমিন
                সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
তোমার নামেতে রহিয়াছে এত মধু
                  জানিতাম নাহি আগে,
বুলবুলি হয়ে গাহিব গান
               তব অনুরাগে গুলবাগে।
আমার কন্ঠ যবে যায় শুকায়ে
                 পায়গো ভীষণ পিয়াসা,
তখনি তোমার ঐ মধুমাখা নাম জঁপে
                       মিটাই তিয়াসা।