ধর্মের নামে ভন্ডামী ভাই চলছে আজি দেশ জুড়ে,
সত্যটাকে রাখছে গোপন ধর্মগুরু অর্থতরে!
অর্থলোভী ধর্মগুরু মিথ্যে কথার জাহাজ ওরা,
তিলকে তারা করছে যে তাল, ধরাকে জ্ঞান করছে সরা!
যাকে তাকে কাফের বলে দিচ্ছেন তারা ফতোয়া,
ধর্ম,ইমান বুঝি ওরে তাদের হাতের তৈরি মোয়া।
নাস্তিক বলে দিচ্ছে গালি আস্তিকেরে আস্তিকেরা!
না বুঝেই গালমন্দ করছে শুন স্বল্প জ্ঞানী মৌলবিরা!
আল্লাহতে যার আস্থা আছে নাস্তিক তারে কেমনে যে কও?
ঊর্ধ্ব মুখে ছুঁড়লে থুথু নিজের মুখে পড়বে এসে জেনে সে লও।
পাঞ্জাবির ঐ পকেটটাকে বানায় তারা টাকার থলে,
দেখলে ধনী অমনি তারা মিষ্টি কথায় ভুলায় তারে।
অন্যেরে ভাই স্বর্গে যাবার রাস্তা কহে নিজের বেলায় নাই' ক' খবর!
সামান্য ঐ বিদ্যে জেনে কেউবা আবার করছে ফখর!
ধর্মটাকে পুঁজি করে গড়ছে তারা টাকার পাহাড়,
ছল- চাতুরী নিত্য স্বভাব নিত্য হারাম করছে আহার!
সরলমনা নর- নারীর মনটা গলায় তাদের সুরের ইন্দ্রজালে!
জোয়ান- বুড়োর দিলকে হরণ করছে ওরা দুখিনী মায়ের গজল গেয়ে,
মধুলোভী মৌলবিদের দেখলে মধু জিহ্বা দিয়ে ঝরায় লালা,
বাইরেতে তার সফেদ পোশাক ভিতরেতে বিষম কালা!
নয়'ক' তারা জেনে রেখো যারা সত্য পথে নিত্য চলে,
খোদার ভয়ে অশ্রুনিপাত করে তাঁরা নিশীথকালে।