আমি বড্ড একা ; ঐ যে বৈদ্যুতিক খুঁটির একপ্রান্তে নিঃসঙ্গ তৃষ্ণার্ত কাকটিকে দেখছ একদম তার মতন।
আমার হিয়ায় সফেদ মেঘেরা নিত্য খেলা করে।
অতঃপর কোনো এক কঠিন আঘাতে অশ্রু হয়ে ঝরে পড়ে আমার লাল দুটি চোখ বেয়ে।
শুধু প্রতিক্ষার প্রহর গুনতে থাকি এক ঋতু থেকে আরেক ঋতু পর্যন্ত।
বসন্ত আসে বসন্ত যায়;
শীত আসে শীত যায় ; এভাবেই কেটে যায় চব্বিশটি ঋতু ;
তবু অপেক্ষার প্রহর শেষ হয় না।
বিষন্ন চিত্তে, প্রবল উৎসুক আঁখি নিয়ে চেয়ে থাকি তোমার পথের পানে।
মেঘেদের সাথে নিত্য তোমার প্রেমের গল্প করে কেটে যায় আমার অক্লান্ত দিবস-রজনী।
তোমার মধুর মতো মিষ্টি দুটি চোখের গল্প করতে করতে কখন যে আমার বেলা ফুরোয় বলতেই পারব না।


বি.দ্র: একটি ছবিতে বৈদ্যুতিক খুঁটির এক প্রান্তে একটি কাককে দেখে এই কবিতাটি রচনা করি।