জনমভর করেছ পুজো দেবতায়  
    করো নি সেবা জীবে,
নরকে তোমার হইবে যে বাস
     ক্রুদ্ধ রুষ্ট শিবে!  


           ২
যে বাগানের মালী কাটায় হেলায়
    করেনা ফুল- পরিচর্যা,
অকালেই সে ফুল ঝরে পড়বে
      মূল্য দিবে কি কর্তা?


           ৩
হস্তে যার প্রদীপ আছে
   ভয় কী তার অন্ধকারে?
পথ দেখাবে প্রদীপ-আলো
  চলবে সে পথ আহ্লাদে।


         ৪
লোনা সাগর-জলে যদি
    পায়গো ভীষণ তৃষা
লাভ কি বলো সে জলেতে?
চোখেতে ওই নিশা!  


         ৫
একটি ফুলের বাগান যদি
     গড়তে পারো তুমি,
মৌমাছির ঝাঁক বসবে সে ফুলে
   শুকবে যে ঘ্রাণ বিশ্বভূমি।