তুমি আসবে বলে, পথের উপরে বিছায়েছি লাল কার্পেট।
তোমার রাঙা চরণ দুখানি পড়তে দেবনা ধূলিময় মাটিতে।


তুমি আসবে বলে, এই কাঠফাটা রোদ্দুরে
        একখন্ড মেঘ ভেসে বেড়াচ্ছে
দূর দিগন্তে।


তুমি আসবে বলে, পুষ্পহীন বাগানে ফুটেছে
       রক্তজবা, লাল গোলাপ,সাদা গোলাপ,
আরও হরেক রকমের বাহারি ফুল।


তুমি আসবে বলে, বসন্তের কোকিল তার
            মিহি কন্ঠে ধরেছে বসন্তের
আগমনী গান।


তুমি আসবে বলে, শরতে ফুটেছে নদীর            
            ধারে অজস্র কাঁশফুল,
একটু হাওয়ায় নড়ছে থেকে থেকে।