আসলে প্রেম বলে
যা আঁকড়ে আছি
এতকাল


তা আমার
এক গভীর অসুখ


তার শিকড় ছড়িয়ে
আমার সমস্ত
রক্তজালিকায়


আমার শরীরে আর
অগ্নুতপাত হয়না বলে


আগ্নেয়গিরির শিখরে বসে
আজ হিমের প্রতীক্ষায়
প্রহর গুনি


আস্তে আস্তে খসে পড়ে
নুড়ি আর পাথর


ধীরে ধীরে সৃষ্টি হয়
জলের ক্ষীণ এক ধারা


সে ধারা আমার শরীর বেয়ে
নামতে থাকে


আর আমি দেখি
দূর থেকে আসছে


পায়েসের বাটি হাতে
সুজাতা।