একটা বেশ পুরনো কিন্তু চেনা
রাস্তা নিয়েছি

ভাবছি দিব্যি পৌছে যাব
যেখানে যেতে চাই

হাঁটছি, কিন্তু হাটতে হাটতে
মনে হচ্ছে

রাস্তাটা আমায় চেনে তো ?