অনেকদিন পর আবার ঘুম পেল


রোজ বালিশে মাথা রেখে বুঝতাম
দিন কত ক্লান্ত
তবু ঘুম আসত না চোখে


আস্তে আস্তে মুড়ে নিতাম
না-ঘুমের চাঁদর
শুনতাম নারকেল গাছের পাতায়
হাওয়ার আলতো ছোওয়া
কেমন করে ঘুম পাড়িয়ে দেয়
না ঘুমানো পাখিদের;


আমার জানালার ধারে যে পুকুর
তা তখন গভীর ঘুমে ডুবে
তাই রাত যখন তার গায়ে
জড়িয়ে দিত কুয়াশার চাঁদর
সে ভাবত পাশের খালটা
হয়তো বা তার পাশে এসে শুলো


আমার পাশে শুয়ে তখন
তোমার বালিশ
আর আমি ভাবছি
ঘড়িটা চলতে চলতে
একদিন বন্ধ হবে ঠিক


থেমেছে ঘড়ি, থামেনি সময়
তবু জাগতে জাগতে একদিন


ঠিক ঘুম এসে যায়।