তোমায় ভালোবাসি কিনা বলতে পারবো না।
তবে মেঘের চৌকাঠ পেরিয়ে উকি দেওয়া
পূর্ণিমার যুবতী চাঁদের মতো তোমায় ভালো লাগে খুব।
 
কী করে ভুলি বলতো 
পদ্ম পাপড়ির মতো ওই চোখ, পাখির ডানার মতো ভ্রু,
বিছের মতো বেণী, কদমফুলের মতো হাসি।
তোমার মুখে যে আমি খুঁজে পাই ফাগুনের আধিপত্য,
আমার খুশির বসন্ত উৎসব।


তোমায় ভালোবাসি কিনা বলতে পারবো না।
তবে কিছুদিন কথা না হলে কথা বলতে ইচ্ছে হয় খুব।
সাদা খরগোশের মতো আদর করতে মন করে
আর তোমায় বরফ দেশের প্রজাপতি করে
হারিয়ে যেতে ইচ্ছে করে তোমার সাথেই।


তোমায় ভালোবাসি কিনা সত্যি বলতে পারবো না।
তবে অভিমানের বরফ জমিয়ে একলা থাকার উপত্যকায়
যখন বসে থাকো তুমি চুপকরে।
কষ্ট হয় খুব!
রোদে ঝামেলা যাওয়া গাছের মতো কষ্ট হয় খুব।
কী করে বোঝাই বলো তো
ক্যালেন্ডারের গায়ে ছুটির লাল তারিখের মতো 
তুমিই যে উজ্জ্বল হয়ে আছো এ হৃদয়ে সারাক্ষণ।