নখের উপর নীল নগ্নতার ফলা।
চোখ থেকে তুবড়ির মতো ঠিকরে পড়ছে
কামনার ফুলকি।
জিভ বেয়ে ভাতের ফ্যানের মতো
গড়িয়ে পড়ছে লালসার লালা।


মেয়েটি হাত ফেরি হতে হতে ক্লান্ত ।
তবুও তার যোনিপথ ধরে
হাত ধরাধরি করে হাঁটছে―
এক পৃথিবী আদিম বর্বতরা।
এক আকাশ দামাল নৃশংসতা।
আর হিমালয় উঁচু অট্টহাস্য।


এখন তার চোখের কোণে একফোঁটা জল!
যে জলে ফুটে উঠছে তার মরণাপন্ন শয্যাশায়ী
মায়ের কপিসবর্ণ মুখ।


যে মুখের পাশে ক্লান্ত অবসন্ন মেয়েটি
বাড়ি ফিরে নিস্তব্ধ শীতল হাত বুলিয়ে বলবে―  
তোমার কিচ্ছু হয়নি !
তোমার কিচ্ছু হয়নি !
তুমি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে মা.......!!


        ********