কোকিল রঙা রাত ।
চন্দন ফোঁটার মতো চাঁদ ।  
কদম ফুলের মতো নক্ষত্র ।
আলো মাখা অভ্রকুচির মতো জোনাকি ।
পাটের দড়ির মতো নদী ।
তুলির মতো পাইনগাছ ।
কার্নিশে বসা দুটো সাদা পায়রার মতো  
রোমান্টিকতা । কিংবা
মাছের চোখের মতো নীরবতা ।
অনুভবের সব রকম
কাঁচামাল মজুত ছিল মনের কাছে ।  
তবুও আজ তোমায় নিয়ে
একটা কবিতা লিখতে চেয়ে-
বল পড়া রিফিলের মতো
লেখা হল না কিছুতেই ।


আসলে তুমি যে নিজেই
একটা রঙিন প্রেমের কবিতা হয়ে;
এ মধ্য রাতে ঘুমিয়ে পড়েছ  
আমার বুকের ঠিক মধ্যিখানে মাথা রেখে ।