ক্যারামের লাল ঘুঁটির মতো সূর্য
আশ্রয় নিল আকাশের পশ্চিম পকেটে ।
খেলা গোটাল একটা প্রস্ফুটিত দিন ।  
জাগল ফিঙের পালকের মতো সন্ধ্যা  ।  
মেঘের ফাঁকে ফাঁকে অঙ্কুরিত হল তারা ।
রাত জাগা পাখিরা সন্ধ্যার কোরাস
গাইতে গাইতে উড়ে গেল ডানা ঝাপটে ।
বাবুইয়েরা বাসা আলো করতে
বসে আছে এখনো জোনাকি ধরার লক্ষ্যে ।  


একের পর এক এমন সব মুহূর্তের ভেতর
যখন মন নিমজ্জিত হয়,  
একটা বুনো অপেক্ষা আজও ঠিক  
ঘুরে বেড়ায় চোখের সামনে ।  
কখন উঠবে বাতাসার মতো চাঁদ ?  
কখন ছড়িয়ে পড়বে
তার ইলিশ রঙা জোছনা ?  


আসলে আমি যে আজও
ওই চাঁদের ভেতর দেখি তোমাকেই ।
আমার সকল ব্যথা সকল যন্ত্রণার  
উপশম যে এখনো শুধুই তুমি ।