চারিপাশে টায়ার পোড়া
ধোঁয়ার মতো ঘন অন্ধকার।

আকাশ থালায়  
নক্ষত্রের ফুল সাজিয়ে
দাড়িয়ে আছে যুবতী রাত ।  

একটা ভোরকে বরণ করে নিতে ।
তার ভেতর নিজেকে বিলীন করে দিতে
ভালোবাসায় ।