চোখের নীচে ঝুলছে
একটা বুনো অপেক্ষা ,
যার মাথায় এখনো গোঁজা
না ঝরে পড়া কিছু স্বপ্নের পালক।
অথচ জানি
যার নিকট আর কখনো আসবে না
আঁধারের শরীর ফুঁড়ে পূর্ণতার আলো,
আসবে না মোহনার উদ্বেল উচ্ছ্বাস,
আসবে না সম্ভবতার সপ্তসুর শোনানো কোকিল ।
অসম্ভবতার সাথে বেঁধে নেবে সে তার জীবনের গিঁট।
.
তবুও
কী জানি কেনও অপেক্ষা করি
অপেক্ষা করি তোমার !
হয়তো ভালো লাগে অপেক্ষা করতে ... তাই ।