সেদিন খুব সুন্দর সেজেছিলে তুমি
কৃষ্ণচূড়া ঢঙে ।  
কপালে ছোট্ট লাল টিপ
ঠোঁটে হাল্কা লাল লিপস্টিক    
হাতেও ছিল মেহেন্দির আধিপত্য খানিক।
তুমি জলফড়িং পোষাকে হয়ে উঠেছিলে
যেন উদীয়মান একটা সূর্য ।
আমি সেদিনই
তোমার রামধনু চোখে প্রথম দেখেছিলাম-
প্রেমের আগুন।
দেখেছিলাম-অঙ্কুরিত বীজের মতো
নতুন সুখের নতুন দিগন্ত ।


আজ সে সব মুহূর্তের ঢেউ
হৃদয়ের তটরেখায় আঁচড় টেনে হেঁটে গেছে
অতীতের আঙুল ধরে স্মৃতির রাস্তায় ।
তুমিও পা ভিজিয়েছ
অন্য কোনও সুনীল সাগরের জলে ।


তবে আমি সেদিনেরই তোমার চোখে দেখা  
প্রেমের আগুনটা নিভাতে পারিনি ,
আজও নিভাতে পারিনি ।
জ্বালিয়ে রেখেছি মেঘের কুলুঙ্গিতে  
চাঁদের প্রদীপ করে ...