পেঁচার পা থেকে ফসকে বেঁচে যাওয়া
মেঠো ইঁদুরের মতো আমি এখন
ভালো আছি । ভালো আছি কাঠবিড়ালীর
পিঠের মতো সাদা কালো জীবন নিয়ে।
তবে
এই গ্রহণ লাগা ব্যথার চাঁদ ।
এই ফণীমনসার তির্যক বৃত্ত  কিংবা  
কামারের তাতানো লোহার লাল আগুন
আমি তোমার কাছে চাইনি কোনও দিনও ।


আমি তো শুধু
তোমারই কাছে এক ফোঁটা রঙ চেয়েছিলাম।  
এক ফোঁটা বসন্তের রঙ!!
যা দিয়ে ফোটাতে চেয়েছিলাম  
একটা টকটকে লাল গোলাপ ।
আর উড়িয়ে দিতে চেয়েছিলাম
বুকের গর্ত থেকে ঝড়ো পোকার মতো
শতশত ইচ্ছেকে ভালোবাসার আকাশে ।  


অথচ দ্যাখো আজ আমি
ব্লাকবোর্ডের মতো কালো জীবনের উপর
সাদা চকের মতো একটু একটু করে
ক্ষয়ে যাচ্ছি ...
ক্ষয়ে যাচ্ছি
তোমায় ভালোবাসার গণিত শেখাতে শেখাতে ।