তোমার ঠোঁটের সঙ্গে গোলাপ পাপড়ির
আমি কোনও পার্থক্য খুঁজে পাই না ।
তোমার চোখের সঙ্গে গুড়বাদামের
আমি কোনও পার্থক্য খুঁজে পাই না ।
খুঁজে পাই না তোমার গালের সাথে
আপেলের কোনও পার্থক্যও।
তবে আজ
একটাই ফারাক খুঁজে পাই
তোমার সাথে তোমার ভেতরের
সহজ সরল সজীব আমি'টার ।


অবাক হই !


তুমি তোমার সবুজ বনানীর
অবয়ব ধীরে ধীরে খুলে ফেলে
আজ আস্ত একটা শিল্পাঞ্চল হয়ে উঠছ ।