বাজার সেরে বাড়ি ফিরে এলাম!
পনেরো টাকা বেঁচে গিয়েছিল  
কাকু কে ফেরত দিতে যেতেই
কাকু বলল- রেখেই দাও। দিতে হবে না ।  
তুমি তো বেকার !!  


সত্যি বলছি
ঠিক তখনই বুকের ভেতর
একটা কষ্টের ভিসুভিয়াস দপ করে জেগে ওঠে।  
আর নরম হৃদয়টা যেন সেঁকা রুটির মতো
ছোপ ছোপ কালো রঙে ভরে যায় ।


আমি কাউকে বোঝাতে পারি না
দুর্নীতির ছুরিতে কাটা হয়ে পড়ে আছে
আজও আমার সার্টিফিকেট গুলোর হৃৎপিণ্ড ।