বিক্রি হয়ে গেছে জীবন আজ সময়ের কাছে,
ক্রীতদাসের মতো কাজ করি
সময়ের কথায়
ছুটি সেকেন্ডের চাবুকে
নিজের বলে কিছু নেই আর।
চিৎকার করি স্বস্তির তৃষ্ণায়!


ব্যস্ততার বুলেটে মৃত কতো আশার লাশে
আজ হৃদয় পরিপূর্ণ;
যান্ত্রিকতার যাঁতাকলে ঘোরা মনেরও
মেলেনা একটু শান্তি অবকাশের সবুজ জমি খানি।
আঁধারে পাড়া স্বপ্ন ডিমটাও চুরি
হয়ে যায় আঁধারে।
কোন রকমে টিকে আছি
যেন হলুদ পাতার প্রতীক্ষা নিয়ে ........