শেষ কবে চারিপাশ জুড়ে বৃষ্টি নেমেছিলো মনে নেই।  
মনে নেই শেষ কবে বৃষ্টিতে ভিজেছিলামও।  
শুধু মনে আছে
শেষ বৃষ্টিতে ভিজেছিলাম শুধু তোরই সাথে,
হ্যাঁ- শুধু তোরই সাথে।
আমি তোর হাতের আঙুলে আঙুল ছুঁয়ে হেঁটেছিলাম
সেদিন অনেকটা পথ। আর তোর কাঁধে
আলতো করে মাথা রেখে ভুলে গিয়েছিলাম  
আমার বুকের সব জমে থাকা কষ্ট গুলোকেও।  
তবে সেদিনও শুধু তোর আর আমার  
সব গল্প-কথাদের মাঝে জড়িয়ে ছিলো  
একটাই শব্দ- 'প্রেম' ।  
আমি সে প্রেম শিখেছিলাম
শুধু তোর চোখে চোখ রেখে ।
আমি তোর মনে মন রেখে আঁকতে শিখেছিলাম
ভালবাসার রঙে হৃদয়ের ক্যানভাসে স্বপ্নের ছবি ।  
সমস্ত আকাশটা সেদিন বোধহয়
সমস্ত মেঘ উপুড় করে উজাড় করে ঢেলে দিয়েছিলো
আমাদের জন্যই অনেক অনেক বৃষ্টি।
তোর ভেজা চুল, ভেজা শরীর, ভেজা মন  
তখন শুধু একটাই আহ্বান করেছে- ভালবাসতে।  
তোর ভেজা ঠোঁটের হাসিও সেদিন
ছড়িয়ে দিয়েছিলো যেন এক মধুর আবেশে
জীবনের ভেতর সজীবতা।


আজও সেদিনের মতোই চারিপাশে বৃষ্টি নেমেছে !
ভিজেছে সেই চেনা পথ-ঘাটও।  
শুধু এক সাথে ভেজার মতো আজ কাছে নেই তুই ।
হাত বাড়ালেই হয়তো সহজে ছোঁয়া যায়  
সে সব অতীত।
তবু ছোঁয়া যায় না আর তোকে!
তোর ঠিকানা যে হয়ে গেছে
অন্য কোনও কবির খাতায়।


              ******************