বুকের ভেতর বুলেট রেখেছি
পায়ের তলায়  রেখেছি আগুন,
আমার মায়ের সবুজ আঁচল জুড়ে
বিরাজ করুক সুখের ফাগুন।


চোখের উপর ক্রন্দন ভুলেছি
উপড়ে  দিয়েছি ভীরুতার মূল,  
শিরায় শিরায় যায় বয়ে যায়  
প্রতিবাদী স্রোত আজও তুমুল।  


একুশ মানেই অন্ধকার মুছে  
নব চেতনার প্রত্যয়ী প্রত্যুষ,
বিস্ফোরিত কণ্ঠে দৃঢ় দীপ্ত পায়ে
এগিয়ে চলা নির্ভীক নিরঙ্কুশ ।


যে বর্ণে যে শব্দে আজও জড়িয়ে    
সালাম, বরকত, জব্বার, রফিক,  
সে সব বর্ণই সূর্য হয়ে জ্বলে
আলোকিত করে জীবনের সব দিক।


বিশ্বমঞ্চে আজ বাংলা ভাষার স্থান  
লাল রক্ত দিয়ে গড়েছে যারা সোপান,  
হে বীর শহিদ, আমরা কি পারি
কখনো ভুলতে তোমাদের বলিদান।


নদীর পাড়ের অন্তিম চিতাতে;
পুড়ে গেছে সব চিলেদের ডাক,
ইচ্ছে খুশি তাই ডানা মেলুক এখন  
স্বরবর্ণ- ব্যঞ্জনবর্ণের ঝাঁক।'