ক।


দুধ সাদা জীবনটা হটাৎ-ই পরিবর্তিত হয় ছানায়।
যখন কেউ লেবু রসের মতো মেশে বুকের কিনারায়।


খ।


কিছু সম্পর্ক গঙ্গা জলের মত।
বাইরে ঘোলাটে; অন্তরে পবিত্র।।


গ।


মাথার ভেতর গণিত ক্লাস; কতশত ভাবনাদের উপস্থিতি।
আজও তুমি এ চোখের ব্লাকবোর্ডে আঁকছো প্রেমেরই জ্যামিতি।।


ঘ।


রাতের উপর চাঁদের দখল, জোনাকি তাই হয়ে থাকে চুপ।
জীবন মানে ত্রিকোণ ত্রিভুজ, কেউ কাঁদে কেউ করে বিদ্রুপ।।


ঙ।


মুখের উপর মুখোশ পরা; স্বার্থরা পথ  হাঁটে গোপনে।
জানি তুমি খোঁজ নেবে আবারও শুধু তোমার প্রয়োজনে।।