আমার ৭০০ তম কবিতার পাতায় আপনাকে স্বাগত।  
--------------------------------------------



চুপ ! গাছেরই ফল আমরা পাড়বো
           তলারও শুধু আমরা কুড়বো  
      তোমরা এগিয়ে এলে কুচিয়ে দেবো
তাই চুপচাপ মুখে দিয়ে রাখো নীরবতার কুলূপ।    


চুপ ! গণতন্ত্রের গলায় এঁটেছি ফাঁস
      কেউ প্রতিবাদী হলে পড়বেই লাশ  
           সময় মতন তোলা দিও বারোমাস  
নইলে দেখবে আমাদের আরো পৈশাচিক রূপ।  
    
চুপ ! ভোট'টা এবারো আমাদের দিও    
        আগের মতোই আবারো জিতিও    
         নইলে পড়বে বোমা; চলবে গুলিও
  চারিপাশ জুড়ে শুধুই থাকবে পড়ে ধ্বংসস্তূপ।    


চুপ ! দুর্নীতি কে নিয়ে আঙুল তুলো না    
      হিংস্র রাজনীতি সহানুভূতি বোঝে না
         বোঝে না কারো যন্ত্রণা হাহাকার কান্না
   সে স্বার্থ পূজার তরে জ্বালায় প্রতিশ্রুতির ধুপ।          


চুপ ! ধর্ষণে এখন আকর্ষণ বেশী  
      মরছে মরুক যত কৃষক ও চাষি  
         মিছিল বেরালে করবই রক্তে বানভাসি  
     গড়ে নেবো ইমারত তোমাদের মেরে বেওকুফ।  


চুপ ! চুপ ! চারিপাশ আজ ভীষণ চুপ !  
        জমছে চুপের উপর শাসানি ভরা চুপ!    
    হে প্রিয় বন্ধু, তুমি কি ভয়ে জিন্দা লাশ হবে?
নাকি লাশেই জিন্দা হবে? ভাবো বাস্তবের স্বরূপ ।  

চুপ-এর উপর এসো আজ বিদ্রূপ ছুঁড়ে    
  বুকে লাল গনগনে  প্রতিবাদের আগুন ভরে
   এগিয়ে যাই সবাই- হাত রেখে হাতের উপরে  
বদলে দিতে হই এ মাটির এ সমাজের ভাগ্য তুরুপ ।


              **************