তোমারই ঘরের উঠোনের সামনে প্রেমের গাছ হয়ে
আজও যে দাঁড়িয়ে আছে নীরবে নিশ্চুপে      
সে আর অন্য কেউ না - সে আমিই।  
আমি আমার ডাল-পালার হাত
বাড়িয়ে দিয়েছি শুধু তোমার দিকে।  
তুমি চাইলেই বসতে পারো
পাখির মতন।
তুই চাইলেই ছুঁতে পারো প্রজাপতির মতন  
আমার অনেক যত্ন করে সাজানো
সব আশার রঙিন ফুলে।
কিংবা চাইলে লিখতেও পারো
শ্রাবণ মেঘের বৃষ্টির ফোঁটা হয়ে  
আমার প্রতিটি সবুজ পাতায় ভালবাসার গল্প।


তবে যদি কখনো কোনদিন কঠোর বাস্তবতার নিরিখে
এ গাছ তোমারে কাটতেই হয়  
তাহলে নির্দ্বিধায় কেটেই দিও তুমি না হয়!  
ছেঁটেই দিও না হয়
সব ডাল-পালা কাণ্ড-পাতা এক এক করে ।
জেনো এ গাছ তোমার পথের প্রতিবন্ধকতা
হতে চায় না কখনো!
চায় না তোমার চোখের বৃষ্টিরও কারণ হতে।  
সে তো চায় শুধুই তোমার অনাবিল খুশি;
আর তোমারে উজাড় করে দিতে
তার অকৈতব ভালবাসার শীতল ছায়া।


      ************