এখানে আকাশ নীল নয় খুব ধোঁয়াটে।    
ভালো করে খুঁজে দ্যাখো; দু-একটা    
ধর্ষিতার দেহ পাবে ফসল কাটা মাঠে।


এখানে মাটি সবুজ নয় টকটকে লাল।  
মানুষ মানুষকেই খাসির মতো ঝুলিয়ে
ছুরি দিয়ে তুলছে; শরীর থেকে ছাল।  


এখানে ভালবাসা নয় আছে সন্ত্রাস।
এক হাত এদিকে তো; এক পা ওদিকে,  
কাঠের গুঁড়ির মতো সাজানো সব লাশ।


এখানে সকাল শান্তির নয় আতঙ্কের।  
বোমা-বারুদ-বুলেটের দাপটে; প্রতিধ্বনিও    
হারিয়ে গেছে সমস্ত সুখ শঙ্খের।  


এখনো যদি প্রতিবাদী না হও কেউ
না যদি ভাঙে কারুরই গাঢ় নীরবতা,  
বুঝে নিও- ভীরুতাকে সেও বেচে দিয়েছে
খুব চড়া দামে তার নৈতিকতা।


           ****************