যত দূরে চলে যেতে চাও তুমি... চলে যাও
    আজ আর পথ রুদ্ধ করে দাঁড়াবো না আমি।              
                        শুধু
        তোমার চলার পথের বাঁকে বাঁকে
   আমি পুঁতে যাব আজীবন একটা করে কবিতার গাছ;  
         যে গাছের ছায়া তোমায় দেবে
                  ক্লান্তি ভোলার শান্তি,
         যে গাছের ফুলে'রা তোমায় দেবে  
      সুখের পথে এগিয়ে যাওয়ার আনন্দ উৎসাহ,
    যে গাছের প্রতিটি সবুজ পাতায় লেখা থাকবে
       দুঃখ ভোলানো নতুন প্রাণ সঞ্চারের গান .. .
                        
                     আর  
  আমার দুঃখরা থাকবে মাটির অনেক গভীরে
           অন্ধকার শিকড়ের ডগায়,  
     যা তুমি দেখতে পাবে না কোন দিনও।
                          
        তবে কখনো যদি আমায় খোঁজো তুমি
            তোমার কোন প্রয়োজনে, তাহলে
যে কোন একটা গাছের শরীর ছুঁয়ে আমায় ডেকো
             আমি সাড়া দেবো.........


                     ******