একটা বিজ্ঞপ্তি ।
সুধী কবি অমুক তারিখের মধ্য
আপনার সেরা কবিতাটি
আমাদের দফতরে পাঠান ।


পাঠানোর একমাস পর
সুধী কবি প্রকাশিত পত্রিকায়
নিজের নাম না দেখতে পেয়ে অবাক।
নিজে নিজেই তৎক্ষণাৎ বলে উঠলেন―
'যার শালা, সব স্বজন পোষণের রমরমা ।
আমার লেখাটা ছাপালো না !'


অথচ তিনি একবারও ভাবছেন না
নিজের কবিতার গুণগত মান নিয়ে ।