খানিক বাদে হয়তো
গলার নলি কাটা অবস্থায় চৌরাস্তার মোড়ে
পড়ে থাকব আমি ।
নয়তো, বুকে বুলেট ফুঁড়ে গায়ে পেট্রোল ঢেলে
ওরা জীবন্ত পোড়াবে আমাকে । কিংবা
গলায় দড়ি পেঁচিয়ে রাস্তার উপর ফেলে
টানতে টানতে নিয়ে যাবে আট-দশ মাইল ।


তবে আমার কলম কখনোই আত্মসমর্পণ
করবে না ভীরুতার কাছে । সে দাঁড়িয়ে থাকবে
খুঁটির মতো মেরুদণ্ড সোজা করে
হাইভোল্টেজ প্রতিবাদের বিদ্যুৎ নিয়ে।


আসলে রক্তচক্ষুর সামনে একটা কলম
মেরুদণ্ড ঝোঁকালেই সভ্যতার বুকে নেমে আসে
টায়ার পোড়া ধোঁয়ার মতো ঘন অন্ধকার।


                  ******