এখানে ভালোবাসা-টালোবাসা বলে কিছু নেই
             আছে শুধুই স্বার্থবাদ,
ওরা যা দেবো তাই নিতে হবে ! মুখ খুললেই
    কাজ যাবে। তাই করতে নেই প্রতিবাদ।


এখানে স্বতঃস্ফূর্ততা সহানুভূতি বলে কিছু নেই
            আছে শুধুই চক্রান্ত,
কাজের পর কাজ! বিরামহীন করে যাও শুধু
  কখনো বলতে নেই তোমার শরীর ক্লান্ত।


এখানে উৎসাহ উদ্দীপনা বলে কিছু নেই
         আছে শুধুই রেষারেষি,
লাগামহীন কিছু খিস্তি খেঁউড় ছুঁড়ে
শুধুই কাজ করিয়ে নেওয়া বেশী বেশী।


এখানে সমন্বয় সমতা বলে কিছু নেই
     আছে শুধুই দ্বি-চারিতা বোধ,
অমানবিকতার জমাট কালো মেঘে কাছে
  হেরে যায় রোজ খুশির রোদ।


এখানে শৃঙ্খলা সুবোধ বলেও কিছু নেই
   আছে শুধুই এবড়ো খেবড়ো পাথর ,
বুকের ভেতর আর্তনাদ গুলোর গলা কেটে
মুখ বুজে সব সহে যাওয়া নিরন্তর।