মাটির উপর বিছানো লাশের সিঁড়ি
সর্বত্র বাজছে ধর্মেরই রণবাদ্য,  
হিংসার জেগেছে অগণিত মৃত্যুক্ষুধা  
মানুষ আজকে মানুষের খাদ্য ।      


ধর্ম? সে তো শুধু শান্তিরই কথা বলে
অহিংসা যার একমাত্র পথ,
তবুও ধর্মকে ধাপ্পা-ধোঁকা দিয়ে  
দাঙ্গা বাঁধায় কিছু অসাধু অসৎ ।  


কফিনের কক্ষে আজ মানবতা বন্দি
সময়ের বুক তরতাজা রক্তে রাঙা,    
আর্তনাদ গুলো ভীষণ জাগ্রত
শান্তিরই পেটে ঢুকছে বোতল ভাঙা।


চোখের উপর বাধাহীন কান্না বাঁচে
আতঙ্করা পিছু নেয় হায়েনার মত,  
সমাজতন্ত্রের দোফসলি জমি  
ক্ষমতাতন্ত্রের দ্বারা অধিকৃত ।  


সুবোধ তবে কি সমাপ্তি টানবে ?
অন্তিম কথাই বলবে কি স্বার্থবাদ ?
জেগে ওঠো! জ্বলে ওঠো! গর্জে ওঠো!  
বিস্ফোরিত হোক তপ্ত প্রতিবাদ ।  


       $$$$$a$$$$$$