সাপের দাঁতে অরুণদ্যুতি হাসির সাতকাহন,
চিলের চঞ্চুতে ফাগুন জড়ানো নিরাপত্তার বাণী,  
হায়েনার নখে আঁকচিরা টেনে টেনে গড়ে ওঠা
শত সমন্বয়ের গল্প।  
এসব দেখে তুমি বরফের মতো
গলে যেও না- হে কিশোরী হরিণ।
ডুবে যেও না- গোলাপের সুরভি মেখে  
বুকে সুদিনের রামধনু এঁকে  খুশির পুকুরে।
ভুলে যেও না- সদ্য মৃত
তোমার ভাই বোন মা-এর কথা।
পা বাড়িয়ো না - তোমার বিচরণের
ক্ষেত্র-ভূমি ছেড়ে রঙিন সুস্বাদু জলের সন্ধানে
ওদের রঙ ঢালা পথে ।


ওদিকে শুধুই মৃগতৃষ্ণিকা  
ওদিকে শুধুই চকচকে ষড়যন্ত্রে বালি
আর প্রলোভনের ক্যাক্‌টাস।


তার চেয়ে বরং তুমি বাঁচো
তুমি লড়াই করো নিজের ভূমিতে
আঁকাবাঁকা শক্ত শিং-কে হাতিয়ার করে।  

        ******