আকাশ খুলেছে আজ রোদের দু'চোখ
মেঘ ভুলেছে অবিশ্রান্ত বৃষ্টির ব্যাকরণ,
হাওয়ায় হাওয়ায় ভাসছে নতুন খুশি
ফুল-চন্দনের গন্ধে মাতুক 'নবীন বরণ ।'


এসেছ তোমরা এ দুয়ারে যে যার মতো
বন্ধুও হয়েছ সবাই সবার সাথে,
সুখে-দুখে পাশে থেকো একে অপরের
ভালোবাসা ও বিশ্বাসে হাত রেখো হাতে ।


এগিয়ে চলো আরো আরো সামনের পথ
নতুন উদ্যমে নতুন উদ্ভাবনায়,
নতুন আদর্শে গড়ে তোলো জীবন
সব যেন আলো হয়ে ওঠে তোমাদের ছোঁয়ায় ।


সত্য আর সংস্কৃতির সাথে  থেকো
রেখো মনের মাঝে মূল্যবোধ মানবিকতা,
আসলে নিজেকে অন্যের মাঝে বিলিয়ে দিলেই;
জীবন খুঁজে পায় তার পরম স্বার্থকতা ।


জ্ঞানের শূন্য ঝুলি পূর্ণ করে নিও
এ শিক্ষার আঙিনায় যতটুক রাখা আছে,
শুধু জেনও― প্রতিজ্ঞা আর প্রতীক্ষা থাকলেই
সব স্বপ্ন পৌঁছে যায় সাফলতার কাছে।  


জীবন মানে― আলো-আঁধার চড়াই-উতরাই
এক বন্দর থেকে আর এক বন্দরে পাড়ি,
এ নবীন বরণে হোক সবার নতুন শপথ ―
হিংসা নয় এসো একটা ভালোবাসার পৃথিবী গড়ি ।