আমি চাই একটা মন্দির স্থাপন হোক।
জ্বলুক একসাথে হাজার হাজার প্রদীপ।
বাজুক শঙ্খ-ঘন্টা। ভক্তি ভরে হোক আরতি।
হোক গঙ্গাজল ছিটিয়ে মন্ত্রোচ্চারণ। 


আমি চাই একটা মসজিদ নির্মাণ হোক।
তার মাথায় জ্বলুক চাঁদ। পড়া হোক নামাজ।
বাতাসে ভাসুক পবিত্র আজানের সুর। 
প্রাণে ভরুক অপার শান্তি।


আমি চাই একটা গির্জাও গড়ে উঠুক। 
সেখানেও জ্বলুক হাজার হাজার মোমবাতি।
বুকে সঞ্চারিত হোক বাঁচার উৎসাহ।
পূর্ণতার পূর্ণিমা পাক সাবার প্রার্থনা।


তবে এ সবের আগে অন্তত ঘটা করে
তৈরি করা হোক আজ একটা হাসপাতাল। 
যেখানে গড-আল্লাহ-ভগবান একসাথে
কাঁধে কাঁধ মিলিয়ে সুস্থ করে তুলবেন মানুষকে। 
সুস্থ করে দেবেন গোটা পৃথিবীকে।