যতবার আমি তোমায় একটু দেখেছি  
তোমার চোখে চুম্বকের মতো আটকে ফেলেছি আমার চোখ,  
আর প্রস্ফুটিত ফুলের আঙুল ছুঁয়ে বৃষ্টি ঝরে পড়ার মতো  
ঝরে গেছি সুখের সুবাস মেখে সবুজের কোলে তোমারই শরীর ভেবে।


             যতবার আমি তোমায় একটু ছুঁয়েছি
উষ্ণতার স্রোতে তোলপাড় করে ফেলেছি শরীরের শিরা উপশিরা,    
আর সবুজ কামনার চরম চোরাবালিতে একটু একটু করে  
তালিয়ে গেছি ডুবন্ত  নৌকার মতো কখন নিজেরই অজানতে নীরবে।  


            যতবার আমি তোমার সম্মুখে বসেছি
আগ্নেয়গিরির মতো যেন জেগে উঠেছি সব নীরবতা ভেঙে ফেলে,    
আর তোমার চোখ ধাঁধানো জৌলুস রূপ সাগরে ডুব দিয়েছি
ধীরে ধীরে পানকৌড়ির মতো অপার ভালোবাসা আবিষ্কারের সন্ধানে।


           যতবার আমি তোমার পাশাপাশি হেঁটেছি
মৌমাছি মনকে উড়িয়েছি তোমার ফুটন্ত পদ্মের পরাগ আস্বাদনে,      
আর তোমার হালকা হাসিতে গ্রেফতার হয়েছি সদ্য ফোটা  
পূর্ণিমা চাঁদের সরহীন জোছনার মতো ভালো লাগার বাহু বন্ধনে।


       যতবার আমি তোমার একটু ইশারার অপেক্ষা করেছি    
ভুবন চিলের মতো তোমার চারিপাশে ঘুরেছি ডানা ও দৃষ্টি স্থির রেখে,  
আর তোমার ইশারার ইঙ্গিত আসতে আসতে মুখস্থ করে ফেলেছি  
তোমারই রক্তিম ঠোঁটে আটকে থাকা যৌবন সুখের যত অনুরক্ত ফরমুলা।    


                           ******