আমার ধান মেলা উঠোনে তুমি কী আসবে
           চড়ুই পাখি
আমার ছড়ানো ছিটানো প্রেমের
বীজ গুলোকে খুঁটে নিতে,  
     আমি তোমায় ধরবো না
              শুধুই নিজেকে ধরা দেবো।


আমার ধান মেলা উঠোনে তুমি কী আসবে
           চড়ুই পাখি
আমায় একটু গান শোনাতে
নিঃসঙ্গতা ঘুচিয়ে দিতে,
  আমি তোমায় জোর করবো না
               শুধুই ছোট্ট অনুরোধ করবো।  


আমার ধান মেলা উঠোনে তুমি কী আসবে
           চড়ুই পাখি
পূর্ণিমার দুধ সাদা জোছনায় ভিজে  
আমার সাথে গল্প করতে,
     আমি তোমায় স্পর্শ করবো না  
           মনের জমানো কথা গুলো বলবো।  


আমার ধান মেলা উঠোনে তুমি কী আসবে
           চড়ুই পাখি
এই আগুন ধরা জীবনের একটু  
ফাগুন ভরা স্বাদ পেতে,  
   আমি তোমায় কষ্ট দেবো না
           একটা নতুন পৃথিবী গড়ে তুলবো।  
  
আমার ধান মেলা উঠোনে তুমি কী আসবে  
           চড়ুই পাখি  
প্রতি দিনের রাঙা সূর্য ওঠার আগে
শিশির ভেজা নবীন প্রভাতে,
   আমি তোমায় গাইতে বলবো না  
        তোমায় দেখে দিনের শুভ সূচনা করবো।


                          ****