আমার চোখে তোমার ঐ কান্নার নোনা জল রেখে যাও!
আমি সে জল গড়িয়ে মুছে না যাওয়া পর্যন্ত
                                  কখনই হাসতে পারবো না,
কারন, তোমার কান্না  সে তো আমারই দু চোখের কান্না।


আমার বুকে তোমার ঐ স্বপ্ন ভাঙার শব্দকে রেখে যাও!
আমি সে শব্দের অনুরণন না থামা পর্যন্ত
                                  কখনই ঘুমতে পারবো না,
কারন, তোমার ব্যর্থতা  সে তো আমারই  চরম ব্যর্থতা।

আমার হৃদয়ে  তোমার ঐ জলন্ত যন্ত্রণাকে  রেখে যাও!  
আমি সে যন্ত্রণার আগুন না নেভা পর্যন্ত  
                              কখনই দূরে যেতে পারবো না,  
কারন, তোমার কষ্টে থাকা সে তো আমারই কষ্টে থাকা।


আমার অন্তরে তোমার ঐ  রক্তাক্ত স্মৃতিকে রেখে যাও!  
আমি সে স্মৃতির ধূলো না উড়ে যাওয়া পর্যন্ত
                      কখনই স্বস্তিতে থাকতে পারবো না,
কারন, তোমার মনের দুঃখ  সে তো আমারই বড় দুঃখ।  


আমার মনেতে তোমার সব অনুভব প্রেরণা রেখে যাও!  
আমি সে প্রেরণার জলে শেষ দিন পর্যন্ত
                       শুধুই কবিতার অরণ্য গড়ে তুলবো,  
কারন, তোমার ভালোবাসা সে তো বেঁচে থাকার ভরসা।  


                           ******