কিছু কবিতার ইলিশ ধরবো বলে প্রতিদিনের মতোই  
সেই সকালের ব্যস্ততার স্রোতে কল্পলার ডিঙি বেয়ে
ভাবনার জাল পেতে পেতে যাই মনের গঙ্গায় পদ্মায়
        জেলে'দের মতন।  
কোন কোন দিন বেশি কিছু ধরা পড়ে; কোন দিন বা শূন্য।  
এখন সময় হলো দিনের ভাটার টানে জাল গোটাবার;    
বিশ্ব কবিতার বাজারে কবিতার মাছ মনের আনন্দে
               সরবাহ করার জন্য।  
কিন্তু আজ যে কিছুই পড়লো না ধরা,
                 শুধুই এ চারা মাছটি ছাড়া।  


শুনছো ও কর্তা বাবু আজ আর কোন বাজারে নয়
    রেখে দাও সাজিয়ে এ ছোট্ট মাছটিকে না হয়
         তোমার কবিতার অ্যাকোয়েরিয়ামে ।


                      ******