আবারও গ্রামে বছর উনিশের এক ডাগর মেয়েকে
কাল রাতে সাপে কেটেছে!
শরীরের ভাঁজে মিশিয়ে দিয়েছে কলুষ কামনার বিষ;
ছোবলের চিহ্ন গুলো থেকে রক্ত পড়ছে এখনো,
সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছে সে রাস্তার ধারে।

চারিদিকে হুলস্থুল হইচই।  
সাপটাকে মারতে হবে
সাপটাকে ধরতে হবে,
মেয়েটার বাপ দৌড় দিলো বিষধর সাপ ধরা
ওঝাদের কাছে।

তড়িঘড়ি ওঝা'রা এলো,
নানা কায়দায় হানা দিলো কয়েক'টা
চেনা সাপের গর্তে, চিরুনি তল্লাসিও চালালো।

অবশেষে চেনা গেলো, ধরা গেলো সাপটাকে;
ওঝা'রা নিয়ে গেলো  
তারের জাল মোড়া ঝোলায় ভরে।

কিন্তু সাপের বিষ দাঁতটা ভাঙা গেলো না কিছুতেই!
ওঝাদেরও সে কামড় বসালো,
তবে তাদের হাতেরই উপর ঢেলে দিলো এবার সে  
প্রচুর অর্থের বিষ !
ওঝা'রা সে বিষ নিয়ে বেজায় খুশি।

ছেড়ে দিলো সাপটাকে।

আর মেয়েটা সাপে কাটার কলঙ্ক নিয়ে
ধীরে ধীরে মিশে গেলো গহীন আঁধারে ।

        
            ********