বিবস্ত্র দুর্নীতি আজ দু'হাত মেলে দু'পা করেছে ফাঁক!  
               ও দাদা রেট কত ?  
খুব বেশী না ! এক একটা চাকরি মাত্র দশ-বারো লাখ।


সশস্ত্র দুষ্কৃতি আজ হিংস্র; কখনো বা শকুন-চিল-কাক!  
                ও ভাই নিচ্ছ কত ?  
খুব বেশী না! এক একটা লাশ পিছু মাত্র দশ-বারো লাখ।


বিষাক্ত রাজনীতি মানবতাকে মেরে; পেটাচ্ছে নিজ ঢাক!  
                 ও কাকা দিতে হবে কত !!!!              
খুব বেশী না! এলাকার বার্ষিক চাঁদা মাত্র দশ-বারো লাখ।    


শক্ত আইন নীতি আজ দুর্বল ; কোমরে তার ধরেছে বাঁক!  
                  ও স্যার লাগবে কত ?
খুব বেশী না! স্কুল সার্ভিসের প্রশ্নপত্র মাত্র দশ-বারো লাখ।  
    
উন্মত্ত কূটনীতি লোলুপ; মূল্যবোধের উরুতে দিচ্ছে জাঁক!    
                  ও পাটনার দেবে কত?
খুব বেশী না ! যুবতী কাঁটাতার পেরলেই দশ-বারো লাখ।    
        
সুস্থ সম্প্রীতি আজ বিপন্ন; জীবনের বুকে আর্তনাদের ডাক!  
               ও পাবলিক ঘুমিয়ে থাকবে কত ?
যুগের হাওয়া যে দুর্নীতির সংগমে হয়ে গেছে দশ-বারো লাখ ।

অসুস্থ রাষ্ট্রনীতি চাঙ্গা করতে; এসো বাজাই প্রতিবাদের শাঁখ!  
               তোমার মত আমার মত  
সাধারণ মানুষকেই বন্ধ করতে হবে, অনিয়ম অস্বচ্ছতার ফাঁক।


                        
              *************