শাসনের চোখ ফুটন্ত আগুন করে  
ক্ষমতার হাতুড়ি মাথায় পিটিয়ে আর কতকাল    
অবহেলার তক্তায় পেরেকের মতো  
পুঁতে রাখবে তোমরা আমাদের ?  
আর আমরা অভাবের আর্দ্রতায় জং ধরতে ধরতে
বিলীন হয়ে যাব!
বিলীন হয়ে যাব যন্ত্রণাকে সঙ্গী করে  
আমাদের সাত পুরুষের মতো
কানা অন্ধকারের কুহরে।
কতকাল বলো আর কতকাল ?
তোমরা নিষ্ঠুর ভাবে ভেঙে দেবে আমাদের
সব স্বপ্নের ডিম;
মচকে দেবে মর্যাদা
হৃদয় স্লেটে থেকে মুছে দেবে প্রাপ্য অধিকারের বর্ণমালা।  
খামচে নেবে বেঁচে থাকার শেষ রঙ টুকুও ।


তবে জেনে রেখো আজ ঋতু পরিবর্তন হচ্ছে।  
সাহসিকতার প্রখর রোদে গলতে শুরু করেছে
জড়তার জমাট বাঁধা বরফ ।
মাথা উঁচু করে দাঁড়াচ্ছে প্রতিবাদের পাহাড়।  
শত শত কালো পেরেকও আজ
টানটান হয়ে সোজা দাঁড়াতে শিখছে।  
শিখছে তোমাদের পথে কাঁটার মতো
নির্ভয়ে দাঁড়াতে।


সময় আছে
এখনো সময় আছে
হিংসার চাবুক ফেলে দিয়ে দাম্ভিকতার
বে-লাগাম ঘোড়ার পিঠ থেকে নেমে এসো।  
বেরিয়ে এসো অন্যায়ের খোলস ভেঙে
সহজ সবুজ শান্ত পথে।
পরে হয়তো পা ফেলার মাটি একটুও পাবে না ।
পাবে না শেষ আর্জির অক্সিজেনও।  


                ***************